WestBengalBangla

Dec 30 2023, 18:43

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল ময়নাগুড়ি থানা

এসবি নিউজ ব্যুরো: আজ রয়েছে বাবার মৃত্যু বার্ষিকী। তার আগেই গত শুক্রবার দুপুর ১টা নাগাদ ঘটে যায় অগ্নিকান্ড। যার জেরে শোবার ঘর সহ ঘরে মজুত টাকা, অলঙ্কার, প্রয়োজনীয় নথি সহ বাৎসরিক অনুষ্ঠানের যাবতীয় সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়।

এই অবস্থায় অসহায় হয়ে পড়েন ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার কালিচরণ রায়। এই ঘটনার খবর জানার পর সাহায্যার্থে এগিয়ে এল ময়নাগুড়ি থানা। শনিবার ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসের নির্দেশে পুলিশ আধিকারিকরা এসে পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এদিন চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বাবার বাৎসরিক অনুষ্ঠান করার জন্য এই খাদ্য সামগ্রী পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সহ সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কালিচরণ বাবু।

WestBengalBangla

Dec 30 2023, 18:32

প্রধানমন্ত্রীর "নিউ ইন্ডিয়া" নিয়ে কটাক্ষ কুণালের

নিউ ইন্ডিয়া ফের একবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । তিনি লেখেন, ‘নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত! যেখানে ৯৭ কোটি মানুষ স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য রাখে না, তবুও সরকার দরিদ্রদের জন্য খাদ্যশস্য ভর্তুকি ৬৩% হ্রাস করেছে, যেখানে ২ লক্ষ শহুরে বাসিন্দা গৃহহীন এবং সাড়ে ৬ কোটি মানুষ বস্তিতে বসবাস করে।"

পাশাপাশি কুণাল এক্স হ্যান্ডেলে আরও লেখেন, "যেখানে ২৫ বছরের কম বয়সী ৪২% তরুণ গ্র্যাজুয়েট বেকারত্বের সাথে লড়াই করে এবং পাকিস্তান, বাংলাদেশ এবং ভুটানের মতো দেশগুলিকে ছাড়িয়ে যায়। তবে আপনার কাছে সেলফি বুথ রয়েছে যেখানে প্রধানমন্ত্রীর কাটআউট রয়েছে যা আপনাকে প্রতিশ্রুতি দেয় যে "ভাল দিন" শীঘ্রই আসবে। ‘

WestBengalBangla

Dec 30 2023, 17:58

দুই টাকা অনুদানের মাধ্যমে শীতের কম্বল বিতরণ রাজনগরে

এসবি নিউজ ব্যুরো: দুই টাকা অনুদানের মাধ্যমে শীতের কম্বল বিতরণ করা হল বীরভূমের রাজনগরে। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব ও প্রচেষ্টা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মাত্র ২ টাকা অনুদানের মাধ্যমে গরিব এবং দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করল।

রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ দুঃস্থ মানুষদের এই শীতের কম্বল বিতরণ করা হল। উদ্যোক্তারা জানিয়েছেন যাঁরা এই শীতের কম্বল নিচ্ছেন তাঁরা দানের কম্বল নিচ্ছেন, এই হীনমন্যতায় যেন না ভোগেন, তাই তাদের প্রত্যেকের কাছে দুই টাকা করে অনুদান হিসেবে নেওয়া হয়। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায়, মহম্মদ শরীফ, শেখ নাজু, সেখ কাবুল, ক্লাব সম্পাদক শেখ আলী, সংস্থার সম্পাদক শেখ তারক সহ অন্যান্যরা।

WestBengalBangla

Dec 30 2023, 17:54

*দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস পেল এরাজ্যের মালদহ*

এসবি নিউজ ব্যুরো: ৫২৮ টাকায় মালদহ থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত।আজ আনুষ্ঠানিক ভাবে মালদহ টাউন স্টেশন থেকে চালু হল "অমৃত ভারত" এক্সপ্রেস।৪২ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে এই ট্রেন।ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে থাকবে ৮টি সাধারণ কামরা।

যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড,পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে।

আজ মালদা টাউন স্টেশন উপস্থিত ছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী,ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদহ থেকে। মালদা টাউন স্টেশনের মুকুটে 'অমৃত ভারত' এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।

মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, "শনিবার সকাল ১০,৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়।মঙ্গলবার ভোর তিনটে পৌঁছাবে ব্যাঙ্গালোরে। আবার অন্যদিকে ব্যাঙ্গালোর থেকে রবিবারে ১৩:৫০ মিনিটে ছাড়বে। মঙ্গলবার ১১ টায় মালদা এসে পৌঁছাবে, ৪২ ঘন্টা সময় লাগবে। সপ্তাহে একদিন করে এই পরিষেবা চালু থাকবে। রবিবার থেকেই এর বুকিং শুরু হবে। ২২ টি কোচ রয়েছে। কোচগুলি সবই অত্যাধুনিক। স্লিপার ও জেনারেল কোচ রয়েছে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীরা জল ব্যবহার করার জন্য পা দিয়েই সুইচ টিপলে জল বেরোবে।ট্রেনের ভাড়া জেনারেলে ৫২৮ টাকা। স্লিপার প্রায় ৯২৫ টাকার কিছু বেশী।তবে এতে কোন এসি কোচ থাকছে না।

বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। অনেকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতে সমস্যা হয়। এই ট্রেন চালু হওয়াতে সমস্যার অনেকটা সমাধান হবে"।

WestBengalBangla

Dec 30 2023, 17:44

২ দিনের সফরে কলকাতা এলেন আরএসএস প্রধান মোহন ভগৎ

কলকাতা: ২ দিনের সফরে কলকাতা এলেন আরএসএস প্রধান মোহন ভাগৎ। কলকাতায় একাধিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে তার। শনিবার দুপুরে কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভগৎ। শনি ও রবিবার কলকাতায় একাধিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করার কথা তার।

এই সপ্তাহের শুরুতেই বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কলকাতায় দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছিলেন তার। এরপরই কলকাতা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভগৎ। কলকাতায়,কল্যাণ চৌবে, উপেন বিশ্বাস,ভিক্টর ব্যানার্জির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। রবিবারই তার কলকাতা থেকে ফিরে যাবার কথা।

WestBengalBangla

Dec 30 2023, 17:43

বসিরহাটের কর্মী সম্মেলনে শুভেন্দু অধিকারী

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে কটাক্ষের পাশাপাশি তিনি বলেন,কন্যাশ্রী মানে মেয়েরা আর সেই মেয়েরাই পশ্চিমবঙ্গে অরক্ষিত।প্রতিদিন পশ্চিমবঙ্গে মেয়েদের প্রতি অত্যাচার এবং নারী নির্যাতন বেড়েই চলেছে। নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ এখন এক নম্বরে।টাকি এবং বসিরহাটের পৌরসভার পৌরপ্রধানরা নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, ওদের ব্যাগ গুছিয়ে রাখতে বলুন যা হওয়ার হবে ।

তিনি বলেন,ইন্ডিয়া জোট বলে কিছু নেই । তাদের প্রধানমন্ত্রী কে হবে তাড়া জানেন । আমাদের একটাই নরেন্দ্র মোদি ।

তথাগত রায় এর টুইট প্রসঙ্গে বলেন,তিনি বর্ষিয়ান নেতা, তাকে আমি শ্রদ্ধা করি । তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে কিছু বলবো না।

পঞ্চায়েতে ভোটতো হইনি, লুট হয়েছে। ৬৪ হজার ভোটে সন্দেশখালির শাজাহান সেখ জিতেছে।ভোটতো হবে লোকসভায়। ধোয়া যদি বের করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী না ।

WestBengalBangla

Dec 30 2023, 17:42

মধ্যমগ্রামে শুরু হল পরিবেশ সচেতনতা মেলা

উত্তর ২৪ পরগনা: আজ থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুরু হল পরিবেশ সচেতনতা মেলা। মানুষ কে পরিবেশ সচেতনতা করা উদ্দেশ্যেই এই মেলা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মধ্যমগ্রামে সুভাষ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রাব্বানি। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

WestBengalBangla

Dec 30 2023, 17:41

অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা

কলকাতা: অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা।কেদারনাথ হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে তিনি ২২ তারিখ একটি ওয়েবসাইট এ একটি নাম্বার পান।

সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকপ্টারে করে ঘুরতে চান। এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান। সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার অ্যাকাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগকারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।

এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।আজ তাকে বিধান নগর আদালতে তোলা হয়।

WestBengalBangla

Dec 30 2023, 17:08

রক্তাক্ত স্ত্রী ও মেয়ের পাশে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, নিউটাউনের নারায়ণপুর অঞ্চলের একটি আবাসনে

কলকাতা: শনিবার দুপুরে নারায়ণপুর থানার ১০০ গজের মধ্যে অবস্থিত এক বহুতল আবাসনের নিচতলা থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ ও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রুপা মুখার্জিকে গলা কেটে খুন করার পর কন্যা সন্তান গলা কাটে এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের থেকে নিচতলার ঘরের মধ্যে থেকে সাগর মুখার্জি নামে ওই ব্যক্তির ও তার স্ত্রী দেহ উদ্ধার করে।

কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ও বিধাননগরের কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন। বিধায়ক জানান, "সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে খুন করেন এবং সন্তানেরও গলা কাটেন।

এরপরেই ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সাগর মুখার্জী নামে ঐ ব্যক্তিকে তিনি চেনেন"।স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখী পরিবার হিসেবেই তারা দেখেছেন মুখার্জি দম্পতিকে। সাগর মুখার্জি পেশায় ওষুধ ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে।

WestBengalBangla

Dec 30 2023, 17:07

বিশেষ চাহিদা সম্পন্ন, বৃদ্ধদের পাশে আইনজীবী

কলকাতা : এদের মধ্যে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন। আবার কেউ বার্ধক্যের শেষ লগ্নে এসে, ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। এমনই ৫০ জনের একদিনের দায়িত্ব নিলেন হাই কোর্টের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তার জন্মদিনে সকাল থেকে রাত পর্যন্ত তাদের সঙ্গে সময় কাটালেন। সকালে টিফিন, দুপুরে মধ্যাহ্ন বোঝার ব্যবস্থাও করেন তিনি।

মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মাংস, চাটনি, পাপড়, মিষ্টি। আইনজীবী সুদীপ জানান, "ঈশ্বরকে আমরা দেখতে পাই না। মানুষের মধ্যে ঈশ্বর বাস করে বলে জানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রত্যেকের উচিৎ এঁদের পাশে দাঁড়ানো।"